তিন চ্যানেলে দেখা যাবে বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ

রেকর্ড পরিমাণ ১৭ কোটি ৯৭ লাখ টাকায় বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সম্প্রচার স্বত্ব কিনে নিয়েছে টিভি রাইটস স্পোর্টস ম্যানেজম্যান্ট কোম্পানি ব্যানটেক। পরে তাদের কাছ থেকে স্বত্ব কিনেছে দেশের দুই বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস এবং নাগরিক টিভি।

আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ সরাসরি সম্প্রচার করবে তারা। এছাড়াও বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ সরাসরি দেখা যাবে রাষ্ট্রায়ত্ত্ব টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি)। মোট তিনটি চ্যানেলে দেখা যাবে আসন্ন সিরিজে তিন ওয়ানডে ও দুই টেস্ট ম্যাচ।

সোমবার (১৮ জানুয়ারি) রাজধানীর দি ওয়েস্টিন হোটেলের বলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অফিসিয়াল সম্প্রচারকারী চ্যানেলের নাম ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস।

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ জানুয়ারি। ম্যাচ দুটি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচটি আগামী ২৫ জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই মাঠে আগামী ৩ ফেব্রুয়ারি দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি আগামী ১১ ফেব্রুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর