মহেশপুর সীমান্ত থেকে ২বার সোনাসহ আটক-২

অবৈধভাবে ভারতে পাচারের সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ২টি সোনার বারসহ ২পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি।
উপজেলার খোশালপুর সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

রবিবার (১৭ জানুয়ারি) রাতে বিজিবি এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।

প্রেস ব্রিফিংয়ে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খোশালপুর সীমান্ত এলাকায় অভিযান চালানো হয়। এসময় সন্দেহ হলে টুটুল মিয়া ও আব্বাস আলী নামের ২ জনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাসী করে প্রায় ২৪ ভরি ওজনের ২টি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মহেশপুর থানায় মামলা দায়ের করে আসামীদের থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃত টুটুলের বাড়ি চাঁদপুর জেলার মতলব উপজেলার চিংগারচর গ্রামে ও আব্বাস আলীর বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর গ্রামে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর