ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত বেড়ে ৮১

ইন্দোনেশিয়ার সুলাওসি দ্বীপে ৬.২ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাড়িয়েছে। আহত হয়েছেন অন্তত ৮শ’ জন। ভেঙে পড়েছে অসংখ্য ঘরবাড়ি।

সোমবার (১৮ জানুয়ারি) ইন্দোনেশিয়ার সংবাদামাধ্যম জাকার্তা পোস্ট এ তথ্য জানিয়েছে। এদিন ২৫ জনের মরদেহ উদ্ধার করে দেশটির উদ্ধার কর্মীরা। তারা জানায়, ধ্বসে পড়া একটি ভবন থেকে একই পরিবারের ৫ জনের মরদেহ উদ্ধার করেছে। এবং তারা ধারণা করছে যে ধ্বংসস্তুপের নিচে আরও অনেক মানুষ চাপা পড়ে আছে।

উল্লেখ্য, শুক্রবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় রাত একটার দিকে এ সুলাওসি দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ২। ভূমিকম্পের পর কয়েক হাজার মানুষকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হয়। এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত কতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে সে তথ্য এখনো জানায়নি কর্তৃপক্ষ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর