‘না ফেরার দেশে কনসার্ট ফর বাংলাদেশ’ এর সহ-প্রযোজক’

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক কতৃক আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর সহ-প্রযোজক ফিল স্পেক্টর ৮১ বছর বয়সে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন।

তিনি রোববার (১৭ জানুয়ারি) ক্যালিফোর্নিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

ফিল স্পেক্টর পপ সংগীতের ‘ওয়াল অব সাউন্ড’ রেকর্ডিং ধারার প্রবর্তন করেন। কনসার্ট ফর বাংলাদেশ অ্যালবাম সহ-প্রযোজনার জন্য ১৯৭৩ সালে গ্র্যামি পুরস্কার পান ফিল স্পেক্টর।

এছাড়া ষাটের দশকে অসংখ্য হিট গানের প্রযোজনা করেন তিনি। রোলিং স্টোন ম্যাগাজিনের ইতিহাসের সেরা শিল্পীদের তালিকাতেও স্থান পান তিনি।

২০০৩ সালে লানা জিন ক্লার্কসন নামে এক হলিউড অভিনেত্রীকে হত্যার অভিযোগ উঠে তার বিরুদ্ধে। দোষী সাব্যস্ত হওয়ার পর ২০০৯ সালে তাকে ১৯ বছরের কারাদণ্ড দেয় আদালত।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর