পৌর নির্বাচন: ৬০পৌরসভার ৪২টিতে নৌকার জয়

দ্বিতীয় ধাপে সারাদেশে ৬০ পৌরসভায় গেল শনিবার (১৬ জানুয়ারি)নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৬১ পৌরসভায় ভোট গ্রহনের কথা থাকলেও নীলফামারীর সৈয়দপুর পৌরসভায় মেয়র প্রার্থী মৃত্যু বরণ করায় নির্বাচন কমিশনার ঐ পৌরসভার ভোট স্থগিত করেন।

অনুষ্ঠিত ২য় ধাপের ৬০ পৌরসভা নির্বাচনেও সবচেয়ে বেশি জয়ী হয়েছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্ধীরা। অনুষ্ঠিত নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত নব-নির্বাচিত মেয়রদের তালিকা বার্তাবাজারের হাতে এসেছে।

নৌকার মেয়র প্রার্থীরা ৬০ পৌরসভার মধ্যে ৪২টিতে বেসরকারি ফলে জয়ী হয়েছেন। তবে ২য় স্থানে অবস্থান করছে স্বতন্ত্র প্রার্থীরা। স্বতন্ত্র প্রার্থীরা জয় লাভ করেছেন ৬ পৌরসভায় এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫জন। জাসদ ও জাতীয় পার্টি থেকে জয়ী হয়েছেন ২জন। এদিকে স্থগিত রয়েছে ২ পৌরসভার নির্বাচন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে ৪ জন।

এদিকে নির্বাচন কমিশনার সুষ্ঠু নির্বাচন দাবি করলেও অনিয়মের অভিযোগে বাগেরহাটের মোংলা, ম‌েহেরপু‌রের গাংনী, পাবনার ঈশ্বরদী, রাজশাহীর ভবানীগঞ্জ ও কিশোরগঞ্জের কুলিয়াচরে ভ‌োট বর্জন করেছে বিএনপির মনোনীত মেয়র প্রার্থীরা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর