১৬ জুন থেকে টিকা দেয়া হবে হজযাত্রীদের

বার্তা বাজার ডেস্কঃ
রাজধানীসহ সারা দেশে হজযাত্রীদের ম্যানিনজাইটিস-ইনফ্লুয়েঞ্জার টিকা দেয়া শুরু হচ্ছে ১৬ জুন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ গমনেচ্ছুদের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে টিকাদান ও স্বাস্থ্য পরীক্ষা শেষে স্বাস্থ্য সনদ দেয়া হবে।

তবে আশকোনা হজ ক্যাম্পে এ পরীক্ষা শুরু হবে ৩০ জুন বলে জানা গেছে ।

রোববার রাজধানীর আশকোনা হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা জেলা ও মহানগরীর হজযাত্রীরা যেসব স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা ও টিকা দিতে পারবেন, সেগুলো হল- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা ৫০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল; ফুলবাড়িয়া সরকারি কর্মচারী হাসপাতাল; বাংলাদেশ সচিবালয় ক্লিনিক, সম্মিলিত সামরিক হাসপাতাল, ঢাকা ক্যান্টনমেন্ট ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর