চেন্নাইয়ের জার্সিতে আর দেখা যাবে না রায়নাকে!

করোনাভাইরাসের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর দুবাইয়ে অনুষ্ঠিত হয়েছিল। আসর শুরুর আগেই আইপিএল থেকে সরে দাঁড়িয়েছিলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার সুরেশ রায়না।

গত আসরে না খেললেও রায়না জানিয়েছিলেন আইপিএলের এবারের আসরে চেন্নাইয়ের জার্সিতে দেখা যাবে তাকে। কিন্তু রায়নার সেই ইচ্ছে হয়তো পূরণ হচ্ছে না। রায়নাকে আর চাচ্ছে না চেন্নাই।

ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, দলের অন্যতম সেরা পারফরমারকে ছেড়ে দিচ্ছে চেন্নাই। অন্যান্য দলের মত তারাও তরুণ তারকা ক্রিকেটারদের দলে ভেড়াতে চাচ্ছে। রায়নাকে ছেড়ে দিলে চেন্নাইয়ের ঝুলিতে ১১ কোটি টাকা ঢুকবে।

আইপিএলের গত আসর খুব বাজে কেটেছে চেন্নাইয়ের। প্রথম দল হিসেবে আইপিএলের গত আসর থেকে ছিটকে যায় তারা। দলকে এমন বিপদে রেখে রায়নার না খেলার সিদ্ধান্তে অখুশি টিম ম্যানেজমেন্ট। এসব কারণেই হয়তো রায়নাকে ছেড়ে দিচ্ছে তারা।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর