কলাপাড়ায় ৪ মেয়র ও ৩৯ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন দাখিল

পটুয়াখালীর কলাপাড়ার পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি থেকে মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

কলাপাড়া পৌরসভা নিবার্চনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র বিপুল চন্দ্র হাওলাদার রোববার (১৭ জানুয়ারি) বেলা ১২টায় বিপুলসংখ্যক দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসার মো.আবদুর রশিদ এর নিকট উপজেলা নিবার্চন কর্মকর্তার অফিসকক্ষে দলীয় মনোনয়নপত্র জমাদেন।

বেলা এগারটার সময় বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হাজী হুমায়ুন শিকদার দলীয় নেতাকর্মী নিয়ে রিটানিং অফিসারের নিকট মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন।

বাংলাদেশ ইসলামী শাষনতন্ত্র আন্দোলন নেতা হাতপাখা প্রতীকের মোহাম্মদ সেলিম মিয়া মেয়র পদে মনোনয়ন পত্র জমা দেন।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ দিদার উদ্দিন আহম্ম্দে মাসুম বেপারী।

কলাপাড়া পৌরসভা কাউন্সীলর প্রার্থীরা তাদের নিজ নিজ সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। মেয়র-৪, সংরক্ষিত মহিলা সদস্য ১০ জন এবং সাধারন কাউন্সিলর সদস্য ৩৯জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এসময় সহকারি রিটানিং ও উপজেলা নিবার্চন কর্মকর্তা মো.আবদুর রশিদ উপস্থিত ছিলেন।

কলাপাড়া পৌরসভার যাত্রা শুরু হয় ১লা মার্চ ১৯৯৭সালে। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভার আয়তন ৩,৭৫ বর্গ কিলোমিটার। গ্রাম রয়েছে ২৯টি। বর্তমান জনসংখ্যা ১৯৭৮২.০০জন। মোট ভোটার সংখ্যা পুরুষ-৯৯৪৪.০০ মহিলা-৯৮৩৮.০০জন।

৯ সেপ্টেম্বর ২০১৫ সালে পৌরসভাটি প্রথম শ্রেণিতে মযার্দা লাভ করে। এর পর থেকেই দীর্ঘ সময় পৌরসভার কার্যক্রম চলে আসছিল নিবার্চিত মেয়র দিয়ে। বর্তমানে ৩,৭৫বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ১৯,৭৮২ জন ভোটার এবারের পৌরসভা নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর