১০ টাকার ভাড়া নিয়ে সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জের লাখাই উপজেলার শিবপুর গ্রামে অটোরিকশার দশ টাকা ভাড়া নিয়ে সংঘর্ষে জড়ায় দুই দল। এতে পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুরে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

জানা যায়, শিবপুর গ্রামের ইজিবাইক চালক অলি আহমেদ ও যাত্রী ইসরাফিল মিয়ার মধ্যে ১০ টাকার ভাড়া দেয়া নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। বিষয়টি তারা উভয় পক্ষের লোকজনকে জান্ন। এরপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে। মাত্র ১০ টাকার জন্য সংঘর্ষের ঘটনা ঘটেছে, এটা দুঃখজনক। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিনি আরও জানান, সংঘর্ষ থামাতে গিয়ে ইটপাটকেলের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর