সরাইলে গোল্ড কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র প্রয়াত আতিকুর রহমানের স্মরণে স্মৃতি গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার স্বল্পনোয়াগাঁও গ্রামে এলাকাবাসীর আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলাটি সততা স্পোর্টিং মোগলটুলা বনাম স্বল্পনোয়াগাঁও একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি আক্তার হোসেন। স্বল্পনোয়াগাঁও গ্রামের বিশিষ্ট সর্দার আব্দুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও ছাত্র নেতা আব্দুল জব্বার, আফজাল হোসেন, ক্রীড়া অনুরাগী সেলিম খন্দকার, ইউসুফ সর্দার। অনুষ্ঠান পরিচালনা করেন মশিউর রহমান খান।

খেলাটি উপভোগ করতে আশাপাশ গ্রাম থেকে বিপুল সংখ্যক ক্রীড়ামোদীর সমাগম ঘটে। খেলায় সততা স্পোর্টিং মোগলটুলা প্রথমে ব্যাট করতে নেমে ১১৬ রান করে। পরে স্বল্পনোয়াগাঁও একাদশ ৩ উইকেট হাতে রেখে জয়লাভ করে। খেলাশেষে অতিথিবৃন্দ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উল্লেখ্য, ২০১৪ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মেধাবী ছাত্র আতিকুর রহমান নিহত হয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর