সিংগাইরে তেলের দোকানে আগুন, অগ্নিদগ্ধ ১

মানিকগঞ্জের সিংগাইরে দাহ্য পদার্থ তেল, ডিজেল, পেট্রোল ও গ্যাস সিলিন্ডারের দোকানে আগুন লেগে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি ও ১ জন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে।

রোববার (১৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার বলধারা ইউনিয়নের খোলাপাড়া বাস স্ট্যান্ডের ডাবল এবি ইটভাটার পশ্চিম পাশে স্থানীয় আব্দুল মালেকের মা ট্রেডার্সে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিভাতে সক্ষম হন। ততক্ষণে আগুনে পুড়ে যায় দোকানের সব মালামাল।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দ আর ধোঁয়ার কুন্ডলি দেখে এলাকাবাসি ছুটে আসে। দোকানে দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে মোঃ শাহিন নামের দোকানের কর্মচারী আটকে পড়ে অগ্নিদগ্ধ হয়। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। স্থানীয়রা মানিকগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিট ঘটনাস্থল এসে প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।

ফায়ার অফিসার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অগ্নিকান্ডে প্রায় ২ কোটি টাকা পরিমাণ ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুন লাগতে পারে তা এখনও জানা সম্ভব হয়নি।

খবর পেয়ে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা, সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা, স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল মাজেদ খানসহ আইনশৃংখলা বাহিনী ও বিভিন্ন লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর