করোনা প্রভাবে ফ্রান্সে আরো ১৫ দিনের কারফিউ

প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপ রুখতে ফ্রান্সে আবার কারফিউ জারি করা হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) করোনা সংক্রমণ অত্যাধিক পর্যায়ে বৃদ্ধি পাওয়ায় দেশটিতে ১৫ দিনের কারফিউ জারি করা হয়েছে। দেশটিতে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত এই কারফিউ বলবত থাকবে।

এদিকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ের মধ্যে ৫ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়ার পরিকল্পনা করেছে চীন।

ব্রাজিলে টানা ৫ দিন ধরে হাজারেরও অধিক মানুষের মৃত্যুবরণ করছে। দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু ২ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। ব্রাজিলের সঙ্গে সকল ধরণের যোগাযোগ বন্ধ করেছে ইতালি।

এদিকে, সারাবিশ্বে নতুন করে করোনায় মৃত্যু হয়েছে ১২ হাজার ৯শ জনের। মোট মৃত্যু ২০ লাখ ২৯ হাজারের বেশি। বিশ্বে শনাক্ত ৯ কোটি ৪৯ লাখ ছাড়িয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর