‘কলেজের নাম থেকে বীরশ্রেষ্ঠের নাম মুছে দিতে চেয়েছিল বিএনপি সরকার’

ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খান চঞ্চল বলেছেন, জামায়াত বিএনপি জোট সরকারের আমলে একজন সংসদ সদস্য বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে কলেজটির নাম নিশানা মুছে ফেলার চেষ্টা করেছিলেন। এমনকি এমপিওভুক্ত যাতে না হয় সে চেষ্টাও তিনি জোট সরকারের আমলে করে গেছেন। রাখে আল্লাহ মারে কে।

পরবর্তীতে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর আজকের প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে কলেজটি এমপিসহ জাতীয়করণ করেন। পরবর্তীতে ৪ তলা ভবনও নির্মাণ করে দেন। এবার প্রধানমন্ত্রী বীরশ্রেষ্ঠ সরকারি হামিদুর রহমান কলেজের ৬তলা বিশিষ্ট একাডেমীক ভবন দিয়েছেন। তিনি আরো বলেন আমরা কোন শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে রাজনীতি করতে চাই না। আমরা চাই প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানই উন্নত হউক।

রোবিবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরে বীরশ্রেষ্ঠ সরকারি শহীদ হামিদুর রহমান ডিগ্রী কলেজের ৬তলা ভবনের ভিত্তি প্রস্তরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে তিনি একথা বলেন।

বীরশ্রেষ্ঠ শহীদ সরকারি হামিদুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ রফিউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, এসবিকে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম বগা, ফতেপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ আতাউর রহমান, মান্দারবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশিদ, নাটিমা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম মাস্টার, এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফান হাসান চৌধুরী নুথান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ, জেলা পরিষদ সদস্য এম, এ আসাদ, শেখ হাশেম আলী, ইঞ্জিনিয়ার তুহিন হোসেন, শহীদ জিয়াউর রহমান কলেজের অধ্যক্ষ শওকত আলী, মহেশপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান বিপাশ, সাধারণ সম্পাদক রুবেল খান, বীরশ্রেষ্ঠ শহীদ সকরারি হামিদুর রহমান কলেজ ছাত্রলীগের এহসান আহম্মেদ আফ্রিদী প্রমুখ।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর