যে নাম মুখে নিতে প্রধানমন্ত্রীর ঘৃণা লাগে

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই নাম নিতেই ঘৃণা লাগে। তবে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আজ হোক কাল হোক এক দিন না একদিন তাঁর (তারেক রহমান) শাস্তি কার্যকর হবে।’

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে রোববার সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমি দেখি আমাদের অনেকের দরদ একেবারে উতলে ওঠে। কিন্তু আপনারা এটা ভুলে যান কীভাবে? একুশে আগস্ট গ্রেনেড হামলার কথা? কীভাবে আমরা বেঁচে গেছি। বাঁচারই তো কথা নয়, আইভি রহমান মারা গেল। এতগুলো মানুষের জীবন তারা নিল ক্ষমতায় থাকতে। একবার না, বারবার ক্ষমতায় থাকতে বা বাইরে থাকতে বিএনপি আমাদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে।’

তিনি বলেন, ‘সে হত্যাকারী তারপর আবার এতিমের হক আত্মসাৎকারী। ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারিদের জন্য অনেকেরই মায়াকান্না। এসব দেখলে এ দেশে অপরাধীর বিচার হবে কীভাবে? সেটাই আমার প্রশ্ন। আমরা আলাপ-আলোচনা চালাচ্ছি ব্রিটিশ গভর্নমেন্টের সাথে। এত বেশি টাকা-পয়সা বানিয়ে ফেলেছে তারা যে, সেখানে খুব বিলাসবহুল জীবন-যাপন করছে। আর যখনই যাই তখনই একটা সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজ হোক, কাল হোক একসময় শাস্তি কার্যকর হবেই। সেটুকু বলতে পারি।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর