হাইভোল্টেজ ম্যাচে রাতে মাঠে নামছে ম্যানইউ-লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে থাকা দুই দল আজ মাঠে নামছে। হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি।

প্রিমিয়ার লিগে অ্যানফিন্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে স্বাগত জানাবে লিভারপুর। শক্তিশালী দুই দলের লড়াই বাড়তি এক উন্মাদনা তৈরি করেছে। গত ১১ ম্যাচে অপরাজিত ম্যানইউ পয়েন্ট তালিকার শীর্ষে আছে।

অন্যদিকে পয়েন্ট টেবিলের তিনে আছে লিভারপুল। দুই দলের মধ্যে পয়েন্টের ব্যবধান তিন। অ্যানফিন্ডে আজ জিততে পারলে শিরোপার লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকবে ম্যানইউ।

তবে দুইদলের সর্বশেষ ৫ লড়াইয়ের পরিসংখ্যান কথা বলছে লিভারপুলের পক্ষে। শেষ ৫ মুখোমুখিতে লিভারপুল তিনটি ম্যাচে জিতেছে এবং বাকি দুইটি ম্যাচ ড্র হয়েছে।

ম্যানইউ ২-০, ৩-১ ও ৪-১ গোলে হেরেছে লিভারপুলের কাছে। এবার সেই প্রতিশোধ নেওয়ার পালা তাদের। এ লক্ষ্যে আজ মাঠে নামবে ম্যানইউ।

এদিকে করোনার প্রাদুর্ভাবের কারণে গোলের উৎসব, খেলোয়াড়দের আলিঙ্গনে নিষেধাজ্ঞা জারি করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কমিটি। নিয়ম ভাঙলেই তাকে পড়তে হতে পারে কড়া শাস্তির মুখে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর