ফের উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইওভেরি মুসাভানি

একটানা ষষ্ঠবারের মতো উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইওভেরি মুসাভানি। তিনি ১৯৮৬ সালে থেকে উগান্ডার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

নির্বাচন কমিশনের ঘোষিত ফলে মুসেভেনি ভোট পেয়েছেন ৫৮ শতাংশ। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ববি ওয়াইন পেয়েছেন ৩৪ শতাংশ। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, টানা ষষ্ঠবারের মতো দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইওয়েরি মুসেভেনি।

উল্লেখ্য, পূর্ব আফ্রিকার দেশটির মোট ভোটার সংখ্যা প্রায় ১ কোটি ৮০ লাখ। সর্বশেষ নির্বাচনে ৫৭ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে দেশটির নির্বাচন কমিশন। যদিও অভিযোগ উঠেছিল নির্বাচনে ববি ওয়াইনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট। হামলা-মামলা মোকাবিলা করে বৃহস্পতিবার নির্বাচনে অংশ নিয়েছেন ববি ওয়াইন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর