আ.লীগের বিদ্রোহীরা শেখ হাসিনার সাথে বেঈমানী করেছে: ব্যারিস্টার সুমন

কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন বলেছেন, পৌরসভা নির্বাচনে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বেঈমানী করেছে। তারা এত দিন আওয়ামী লীগকে ব্যবহার করেছেন। কিন্তু যখনি দল তাদের মনোনয়ন দেয়নি তারা দলের সাথে বিদ্রোহ করেছে।

শনিবার (১৬ জানুযারি) রাত সাড়ে ৮টায় সিলেটের গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে পৌর শহরে গণসংযোগ শেষে নৌকার প্রধান কার্যালয়ে সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে অনেক সম্পদশালী প্রার্থীকেও নৌকা দেননি। তিনি সৎ যোগ্য হিসেবে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদকে নৌকার মনোনয়ন দিয়েছেন। আমি এত দূর থেকে এসেছি নৌকার প্রার্থীর জন্য ভোট চাইতে। এসেছি নৌকার প্রার্থীকে এই রুহেল আহমদ তাকে দেখতে। যাকে প্রধানমন্ত্রী নৌকা উপহার দিয়েছেন।

সুমন বলেন, হারজিত উপরে ফয়সালা হয়, কিন্তু নৌকার প্রার্থী রুহেল ছাত্র রাজনীতি থেকে এই পর্যায়ে উঠে এসেছেন। শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে হলে, দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগের প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে হবে।

গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য মঞ্জুর শাফি চৌধুরী এলিম, সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক আহমদ জায়গিরদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, সাবেক যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুু রহমান চৌধুরী রিংকু, বক্তব্য রাখেন নৌকার প্রার্থী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রুহেল আহমদ।

অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা শাহেদ আহমদ চৌধুরী, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামছুল ইসলাম বাচ্ছু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খায়রুল হক, জেলা পরিষদের সদস্য ও বাঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সায়্যিদ আহমদ সুহেদসহ উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকার মুরব্বিয়ান বৃন্দগন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর