রাজধানীর তুরাগে পলিথিন ফ্যাক্টরিতে আগুন

রাজধানীর তুরাগের গুলগুল্লার মোড়ে পলি ফ্যাক্টরিতে আগুন লেগেছে। শনিবার (১৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে উত্তরার সিনিয়র স্টেশন অফিসার সৈয়দ মুনিরুজ্জামান জানান, শনিবার রাত ১০টা ৫৫ মিনিটে পলি ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পান তারা। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের উত্তরার ৩টি এবং টঙ্গীর ১টিসহ মোট ৪টি ইউনিট ১২টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরো বলেন, এইসব পলি ফ্যাক্টরি অবৈধভাবে গড়ে তোলা হয়েছে। ফায়ার সার্ভিসের পক্ষে থেকে কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। এই মুহূর্তে আগুনের সূত্রপাতও বলা সম্ভব না। তবে আনুমানিক ২ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর