নাগেশ্বরীতে নৌকাকে ডুবালো আ’লীগের বিদ্রোহী প্রার্থী

দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচনে কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকুর নারিকেল গাছ প্রতীক বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১১ হাজার ৯শ ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রহমান মিয়ার লাঙ্গল প্রতীক পেয়েছে ৯ হাজার ৩শ ৭ ভোট।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী মো. রফিকুল ইসলামের হাতপাখা প্রতীক পেয়েছে ৬ হাজার ৮শ ৭১ ভোট, আ.লীগ প্রার্থী ফরহাদ হোসেন ধলু সওদাগরের নৌকা প্রতীক পেয়েছে ৫ হাজার ৭শ ২৬ এবং বিএনপির ধানের শীষ প্রতীকের শহিদুল ইসলাম পেয়েছেন ৮শ ৯ ভোট।

এ পৌরসভায় নয়টি ওয়ার্ডে কেন্দ্রের সংখ্যা ২২টি, ভোট গ্রহণের কক্ষের সংখ্যা ১৪৬টি। এখানে মেয়র পদে ৫ জন, কাউন্সিলর পদে ৪৩জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। মোট ভোটার সংখ্যা ছিলো ৪৬হাজার ৮শ ৫৮জন।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় ভোট গ্রহন শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। তীব্র শৈত্য প্রবাহ আর ঘন কুয়াশা থাকলেও ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়তে থাকে ভোটারদের উপস্থিতি। বেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। তবে কোথাও কোনো অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ভোট গ্রহনে নিযুক্ত ছিলেন ২২জন প্রিজাইডিং অফিসার ১৪৬জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২৯২জন পোলিং অফিসার। নিরাপত্তার দায়িত্বে ছিলেন ১৯১ জন পুলিশ সদস্য, ১৯১ জন আনসার সদস্য, পুলিশের ৮টি মোবাইল টিম, বিজিবি ২ প্লাটুন, র‌্যাব ২টিম, স্টাইকিং ফোর্স ৩ টিম, পুলিশের রিজার্ভ ১টিম। এছাড়া ৯জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন চিপ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর