গাইবান্ধার দুই পৌরসভায় হেরে গেল নৌকা

গাইবান্ধা জেলার গাইবান্ধা ও সুন্দরগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা পরাজিত হয়েছেন। গাইবান্ধায় আওয়ামী লীগের বিদ্রোহী ও সুন্দরগঞ্জে জয় লাভ করেছেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী রেল ইঞ্জিন প্রতীকে স্বত্নত্র প্রার্থী আনওয়ারুল সরওয়ার পেয়েছেন ৭ হাজার ৯৭৬ ভোট।

আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীকের শাহ মাসুদ জাহাঙ্গীর পেয়েছেন ৭ হাজার ৩০১ ভোট। বিএনপির ধানের শীষ মার্কায় শহিদুজ্জামান শহীদ পেয়েছেন ৯১৮ ভোট। এছাড়া মোবাইল ফোন প্রতীকে শামছুল আলম পেয়েছেন ২ হাজার ৬৬৯ ভোট। চামচ প্রতীকে আহসানুল করীম পেয়েছেন ১ হাজার ৯৭৪ ভোট, মির্জা হাসান জগ মার্কায় পেয়েছেন ১৭০ ভোট ও ক্যারাম প্রতীকে ফারুক আহমেদ পেয়েছেন ১ হাজার ৬৯২ ভোট।

অপরদিকে জেলার সুন্দরগঞ্জ পৌরসভায় জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার লাঙ্গল প্রতীক নিয়ে ২ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়লাভ করেছেন।

শনিবার (১৬ জানুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, লাঙ্গল প্রতীকের নিকটতম প্রার্থী আওয়ামী লীগের নৌকার আব্দুল আল মামুন পেয়েছেন ২ হাজার ৫৫৮ ভোট। বিএনপির ধানের শীষ ২০০ ভোট, জগ মার্কা ৪২ ভোট, নারিকেল গাছ পেয়েছে ২ হাজার ৫৪০ ভোট, সিংহ মার্কায় ২৫৩০ ভোট ও মোবাইল ফোন মার্কায় ভোট পড়েছে ৯৩৪টি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর