জগন্নাথপুরে হেরে গেলো নৌকা

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় ২য় বারের মতো নৌকাকে হারিয়ে জয়লাভ করে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া।

শনিবার (১৬ জানুয়ারি) জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র আক্তারুজ্জামান চামচ প্রতিকে ৮ হাজার ৩‘শ ৫৮ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের দলীয় প্রার্থী মিজানুর রশীদ ভূঁইয়া ৮ হাজার ১৮ ভোট পেয়েছেন নৌকা প্রতিকে। এছাড়া বিএনপির দলীয় প্রার্থী হারুনুজ্জামান হারুন ধানের শীষে ভোট পেয়েছেন ৮‘শ ১৭।

বিজয়ী প্রার্থী আক্তারুজ্জামান আক্তার বার্তা বাজারকে বলেন, ভোটারদের সুচিশ্চিত রায়ে আমি বিজয়ী হয়েছি। এজন্য আমি কৃতজ্ঞ।

জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান বার্তা বাজারকে বলেন, জগন্নাথপুর পৌরসভায় ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। বেসরকারিভাবে স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান বিজয়ী হয়েছেন।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর