গাইবান্ধায় ব্যালট আটকে র‍্যাব-পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষ

গাইবান্ধা পৌর নির্বাচনে ৯নং ওয়ার্ডের পূর্ব কোমরনই কেন্দ্রে ব্যালট পেপার ও অন্যান্য নির্বাচনী সরাঞ্জমাদি আটকে দিয়েছে স্থানীয় লোকজন। এই ঘটনায় র‍্যাব, পুলিশ ও বিজিবির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আইন শৃঙ্খলা বাহিনী রাবার বুলেট ছুঁড়ে। সংঘর্ষে ভাঙচুর চালানো হয় তিনটি সরকারি গাড়িতে। অগ্নিসংযোগও করা হয় একটি গাড়িতে।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেখানে সংঘর্ষ চলছে।

স্থানীয় সূত্র জানায়, ভোট কেন্দ্রে ভোট গণনা হবে না এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। সত্যতা যাচাই না করেই এলাকাবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে।

সংঘর্ষের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) তৌহিদুল ইসলাম।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর