শেরপুরে ডুবে গেলো নৌকা

বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর পৌরসভায় তৃতীয়বারের নৌকাকে হারিয়ে জয়লাভ করে মেয়র নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জানে আলম খোকা। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ আব্দুস সাত্তার।

শনিবার (১৬ জানুয়ারি) শেরপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শেরপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জানে আলম খোকা জগ প্রতীকে ৮৭৬৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মোঃ আব্দুস সাত্তার নৌকা প্রতীকে পেয়েছেন ৪৬৮১ ভোট। এ পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৪ জন প্রার্থী। এছাড়াও কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। এ পৌরসভায় মোট ভোটার ২৩ হাজার ৭৫৪ জন।

নির্বাচনের বেসরকারি এই ফলাফল গণমাধ্যমকে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুর রহমান।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর