মাশরাফিসহ ওয়ানডে দল থেকে বাদ পড়লেন যারা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ দল। এই দলে প্রথমবারের মত জায়গা পেয়েছেন তিন ক্রিকেটার।

দুই পেসার হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও অফ স্পিনিং অলরাউন্ডার মেহেদী হাসান প্রথমবারের মত জায়গা পেয়েছেন। এদিকে সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন চারজন।

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছিল বাংলাদেশ দল। সেই দল থেকে বাদ পড়েছেন ৪ জন। তারা হলেন- মাশরাফি বিন মুর্তজা, নাঈম শেখ, পেসার আল আমিন হোসেন ও শফিউল ইসলাম।

সেবার স্কোয়াড ছিল ১৫ সদস্যের। উইন্ডিজদের বিপক্ষে মূল স্কোয়াড ঘোষণার আগে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। প্রাথমিক স্কোয়াড থেকে মূল স্কোয়াডে জায়গা পাননি ৬ জন ক্রিকেটার।

তারা হলেন- নাঈম শেখ, ইয়াসির আলি রাব্বি, মোসাদ্দেক হোসেন, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ ও আল আমিন হোসেন।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর