বাংলাদেশ-উইন্ডিজ সিরিজে দর্শক প্রবেশে বিসিবির না

আগামী ২০ জানুয়ারি থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজ। দীর্ঘ দশ মাস পর দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ। দেশে ক্রিকেট মানেই গ্যালারিতে দর্শকদের উল্লাস।

তবে এবার এই উল্লাস দেখা যাবে না। করোনাভাইরাসের কারণে সবকিছু বদলে গেছে। করোনার কারণে আসন্ন সিরিজে গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে সাবেক ক্রিকেটার, অধিনায়ক, অতিথি ও স্পন্সররা তারা প্রবেশ করতে পারবেন। তবে সেটিও সীমিত পরিসরে রাখার ব্যবস্থা রেখেছে বিসিবি। বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, সিরিজে সাধারণ দর্শকদের আমরা অ্যালাও করছি না। তবে কিছু সাবেক ক্রিকেটার আছে, অধিনায়ক আছে, অতিথি আছে, স্পন্সররা আছে আমরা তাদের আমন্ত্রণ জানাবো। সেটিও খুব সীমিত পরিসরে।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর