ওবায়দুল কাদেরের ভাই বেসরকারিভাবে জয়ী

নোয়াখালীর বসুরহাট পৌরসভায় বেসরকারিভাবে জয়ী হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল কাদের মির্জা।

নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল কাদের মির্জা ১০ হাজার ৭৩৯ ভোট পেয়ে জয় লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি প্রার্থী কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন ১ হাজার ৭৮০ ভোট। এছাড়া জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসাইন মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৩৮৪ ভোট।

নিম্নে কেন্দ্রভিত্তিক ফলাফল উল্লেখ করা হল-

বসুর হাট পৌরসভা ০১ নং ওয়ার্ড ফলাফল
নৌকা- ৮২১
ধান- ২৩
মোবাইল- ৪৬

পৌরসভা ০২ নং ওয়ার্ড ফলাফল
নৌকা- ৯৮২
ধান- ২৫৮
মোবাইল- ৬০

পৌরসভা ০৩ নং ওয়ার্ড ফলাফল
নৌকা- ১৩৬৪
ধান- ১৫৮
মোবাইল- ১৮৭

পৌরসভা ০৪ নং ওয়ার্ড ফলাফল
নৌকা- ১১৬১
ধান- ৩৪৯
মোবাইল- ১১৩

পৌরসভা ০৫নং ওয়ার্ড ফলাফল
নৌকা- ১৪৩০
ধান- ২০৯
মোবাইল- ১২২

০৬ নং ওয়ার্ড
নৌকা- ৮৪৭
ধান- ৮০
মোবাইল- ১০৩

০৭নং ওয়ার্ড ফলাফল
নৌকা- ১২৫৯
ধান- ১৬১
মোবাইল- ১৫৪

০৮ নং ওয়ার্ড ফলাফল
নৌকা- ১৭১৩
ধান- ৩৫৬
মোবাইল-৩৫৫

০৯ নং ওয়ার্ড
নৌকা-১১৫৮
ধান-১৮৬
মোবাইল -২৪৭

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর