জালভোট দিতে গিয়ে দুই কিশোর আটক

কুষ্টিয়ার কুমারখালী পৌরসভা নির্বাচনে জাল ভোট দিতে এসে আটক হয়েছেন মামুন (১৪) ও সজল (১৬) নামের দুই কিশোর। ভুয়া স্মার্টকার্ডের মাধ্যমে তারা ভোট দিতে এসেছিল বলে জানা যায়। শনিবার (১৬ জানুয়ারি) পৌরসভার ৮নং কেন্দ্রের ৬ নং বুথে জাল ভোটের সময় তারা আটক হয়।

আটকৃত মামুন উপজেলার তেবাড়ীয়া গ্রামের দুলালের ছেলে ও সজল একই গ্রামের লিটনের ছেল।

জানা যায়, আটককৃত মামুন ও সজল উভয়ই জাল ভোট দেওয়ার জন্যই আগে থেকে ভুয়া স্মার্টকার্ড তৈরী করেছিল। ভুয়া স্মার্টকার্ড নিয়ে শনিবার কেন্দ্রে ভোট দিতে গেলে সংশ্লিষ্ট কর্মীরা তাদের অপকর্ম ধরে ফেলেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট বুথের দায়িত্বে থাকা সহকারী প্রিসাইডিং অফিসার খাইরুল ইসলাম জানান, তারা ভোট দিতে এসে স্মার্টকার্ড দেখালে সেটা জাল বলে প্রতীয়মান হওয়ায় তাদরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এমএ মুহাইমিন আল জিহান জানান, তারা জাল ভোট দিতে এসে আটক হয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর