বাংলাদেশের চূড়ান্ত ওয়ানডে দল ঘোষণা, দলে ৩ নতুন মুখ

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আসন্ন সিরিজকে সামনে রেখে কিছুদিন আগেই প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ ১৮ সদস্যের চূড়ান্ত ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরেছেন সাকিব আল হাসান। প্রথমবারের মত দলে জায়গা পেয়েছেন তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান ও আরেক পেসার হাসান মাহমুদ।

প্রাথমিক স্কোয়াড ডাক পেলেও দলে জায়গা হয়নি আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, ইয়াসির আলি রাব্বি ও নাঈম শেখের।

আগামী ২০ জানুয়ারি মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২২ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সিরিজের তৃতীয় ম্যাচটি চট্টগ্রামের জহুর আহমেদ ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, আফিফ হোসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, হাসান মাহমুদ এবং শরিফুল ইসলাম।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর