৮ বছর পর মুশফিকের রেকর্ড ভাঙলেন রুট

ঘরের মাঠে ইংল্যান্ডকে সামলাতে হিমশিম খাচ্ছে শ্রীলঙ্কা। ইংলিশ অধিনায়ক জো রুটের ২২৮ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে গল টেস্টের প্রথম ইনিংসে ৪২১ রান করেছে ইংল্যান্ড।

গল টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে দারুণ এক রেকর্ড গড়েছেন রুট। ২০১৩ সালে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়েছিলেন মুশফিকুর রহিম।

গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছিলেন মুশফিক। দীর্ঘ ৮ বছর পর মুশফিকের রেকর্ড ভাঙলেন রুট।

গলে অধিনায়ক হিসেবে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন রুট। তবে মুশফিক সেবার ২০০ রান করে আউট হয়েছিলেন। অধিনায়ক হিসেবে ব্যক্তিগত রানের দিক দিয়ে মুশফিককেও ছাড়িয়ে গেছেন রুট। ৩২১ বলে ১৮ চার ও ১ ছয়ে ২২৮ রানের ইনিংস খেলেন রুট।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর