আজ থেকে ভারতে ভ্যাকসিন বিতরণ শুরু

আজ বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন বিতরণ প্রকল্প শুরু হবে ভারতে। শনিবার (১৬ জানুয়ারি) সকাল ১০.৩০টায় ভ্যাকসিন বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১ম ধাপের ভ্যাকসিন বিতরণ কার্যক্রম চলবে তিন কোটি স্বাস্থ্য ও অন্যান্য ক্ষেত্রের কর্মীদের মাঝে। তাদের দেয়া হবে ভারতের তৈরি করা করোনা ভ্যাকসিন। তার একটি অক্সফোর্ড অ্যান্ড অ্যাস্ট্রাজেনেকার বানানো ভ্যাকসিন এবং অপরটি ভারত বায়োটেকের বানানো।

১ম ধাপে দুটি ভ্যাকসিনের একটি করে পাবে স্বাস্থ্যকর্মীরা ও ৫০ বছর বয়সী মানুষ এবং যারা উচ্চঝুঁকিতে রয়েছে যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশনে ভুগছেন। প্রথম দিনেই দুটি ভ্যাকসিনের একটি করে পাবে তিন লাখ মানুষ।

ভারতে এখন পর্যন্ত মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি পাঁচ লাখের বেশি আর প্রাণ হারিয়েছে এক লাখ ৫২ হাজারের বেশি মানুষ।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর