করোনায় প্রাণ গেলো আরো ১৪ হাজারের বেশি

প্রাণঘাতি করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজারের বেশি মৃত্যু দেখল বিশ্ব। নতুন করে করোনা শনাক্ত হয়েছে সাত লাখেরও অধিক মানুষের শরীরে। এ নিয়ে সারা বিশ্বে মোট প্রাণহানি সংখ্যা দাড়ালো বিশ লাখ ১৫ হাজারের বেশি, শনাক্ত নয় কোটি সাড়ে ৪২ লাখের বেশি মানুষ।

শুক্রবার (১৫ জানুয়ারি) সর্বোচ্চ সংক্রমণ এবং প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন করোনায় মৃত্যু হয়েছে প্রায় সাড়ে তিন হাজার মানুষের। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ছাড়ালো চার লাখ। নতুন শনাক্তকৃত রোগী ২ লাখেরও অধিক।

দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমণ এবং প্রাণহানি হয়েছে যুক্তরাজ্যে। এদিন দেশটিতে প্রায় ১ হাজার ৩শ’মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি ছাড়ালো ৮৭ হাজার।

গত ২৪ ঘণ্টার ব্যবধানে জার্মানি, ব্রাজিল এবং মেক্সিকোতে মারা গেছেন ১ হাজার করে মানুষ। এছাড়া দিনে একশ বা তার বেশি সংখ্যক মানুষ মারা গেছে আরও প্রায় ২০টির মতো দেশে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর