চতুর্থ ধাপের পৌর নির্বাচনে যারা পেলেন ধানের শীষ

দেশের ৫৬ পৌরসভায় চতুর্থ ধাপে মেয়র পদে নির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করেছ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ৫৬ পৌরসভার বিপরীতে ৫২টিতে প্রার্থী দিয়েছে দলটি।

শুক্রবার (১৫ জানুয়ারি) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্দেশে এই প্রার্থিদের নাম ঘোষণা করা হয়।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংইয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ৫৬ পৌরসভার মাঝে ৫২টিতে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। বাকি চারটিতে এখনও চুড়ান্ত করা হয়নি।

যারা পেলেন ধানের শীষ-

১. ঠাকুরগাঁও- ঠাকুরগাঁও সদর- শরিফুল ইসলাম শরিফ
২. ঠাকুরগাঁও- রানীশংকইল- মোঃ মাহমুদুন নবী
৩. লালমনিরহাট- লালমনিরহাট সদর- মোশারফ হোসেন রানা
৪. লালমনিরহাট- পাটগ্রাম- এ কে এম মোস্তাফা সালাউজ্জামান ওপেল
৫. জয়পুরহাট- আক্কেলপুর- মোঃ আলমগীর চৌধুরী
৬. চাঁপাইনবাবগঞ্জ- শিবগঞ্জ- মোঃ ওজিউল ইসলাম
৭. রাজশাহী- নওহাটা- শেখ মোঃ মকবুল হোসেন
৮. রাজশাহী- গোদাগাড়ী- মোঃ গোলাম কিবরিয়া
৯. রাজশাহী- তানোর- মোঃ মিজানুর রহমানা মিজান
১০. রাজশাহী- তাহেরপুর- আবু নাঈম মোঃ সামসুর রহমান (মিন্টু)
১১. নাটোর- বড়াইগ্রাম- মোঃ ইসাহাক আলী
১২. নাটোর- নাটোর সদর- মোঃ জিল্লুর রহমান খান চৌধুরী
১৩. চুয়াডাঙ্গা- জীবননগর- মোহাঃ শাহাজাহান কবীর
১৪. চুয়াডাঙ্গা- আলমডাঙ্গা- মীর মহি উদ্দিন
১৫. যশোর- চৌগাছা- মোঃ আব্দুল হালিম
১৬. যশোর- বাঘারপাড়া- মোঃ আব্দুল হাই মনা
১৭. বাগেরহাট- বাগেরহাট সদর- মোঃ সাইদ নিয়াজ হোসেন
১৮. সাতক্ষীরা- সাতক্ষীরা সদর- মোঃ তাজকিন আহমেদ
১৯. পটুয়াখালী- কলাপাড়া- হুমায়ুন কবির
২০. বরিশাল- মুলাদী- মোঃ আল মামুন
২১. বরিশাল- বানারীপাড়া- মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ
২২. টাঙ্গাইল- গোপালপুর- খন্দকার জাহাঙ্গীর আলম
২৩. টাঙ্গাইল- কালিহাতী- আলী আকবর
২৪. জামালপুর- মেলান্দহ- মোঃ মনোয়ার হোসেন
২৫. শেরপুর- শেরপুর সদর- এ বি এম মামুনুর রশিদ পলাশ
২৬. শেরপুর- শ্রীবরদী- মোঃ আব্দুল হাকিম
২৭. নেত্রকোনা- নেত্রকোনা সদর- আব্দুল্লাহ্ আল মামুন খান
২৮. কিশোরগঞ্জ- বাজিতপুর- মোঃ এহেসান কুফিয়া
২৯. কিশোরগঞ্জ- হোসেনপুর- মুহাম্মদ মাহবুবুর রহমান
৩০. কিশোরগঞ্জ- করিমগঞ্জ- আব্দুল্লাহ আল মাসুদ সুমন
৩১. মুন্সীগঞ্জ- মিরকাদিম- মিজানুর রহমান
৩২. নরসিংদী- নরসিংদী সদর- মোঃ হারুন আর রশিদ
৩৩. নরসিংদী- মাধবদী- মোঃ আনোয়ার হোসেন
৩৪. ফরিদপুর- নগরকান্দা- মোঃ আলিমুজ্জামান মিয়া
৩৫. মাদারীপুর- কালকিনি- মোঃ কামাল হোসেন
৩৬. শরীয়তপুর- ডামুড্যা- মোঃ নাজমুল হক সবুজ মিয়া
৩৭. সিলেট- কানাইঘাট- মোঃ শরিফুল হক
৩৮. হবিগঞ্জ- চুনারুঘাট- মোঃ নাজিম উদ্দিন
৩৯. ব্রাহ্মণবাড়িয়া- আখাউড়া- মোঃ জয়নাল আবেদীন আব্দু
৪০. কুমিল্লা- হোমনা- মোঃ আঃ লতিফ
৪১. কুমিল্লা- দাউদকান্দি- নূর মোঃ সেলিম সরকার
৪২. চাঁদপুর- কচুয়া- মোঃ হুমায়ুন কবির প্রধান
৪৩. চাঁদপুর- ফরিদগঞ্জ- মোঃ ইমাম হোসেন
৪৪. নোয়াখালী- চাটখিল- মোস্তফা কামাল
৪৫. নোয়াখালী- সোনাইমুড়ি- মোঃ মোতাহের হোসেন
৪৬. লক্ষীপুর- রামগতি- আলহাজ সাহেদ আলী পুটু
৪৭. চট্টগ্রাম- সাতকানিয়া- এ জেড এম মঈনুল হক চৌধুরী
৪৮. চট্টগ্রাম- পটিয়া- মোঃ নুরুল ইসলাম
৪৯. চট্টগ্রাম- চন্দনাইশ- মাহবুবুল আলম চৌধুরী
৫০. খাগড়াছড়ি- মাটিরাঙ্গা- মোঃ শাহজালাল (কাজল)
৫১. রাঙ্গামাটি- রাঙ্গামাটি সদর- মোহাম্মদ মামুনুর রশিদ
৫২. বান্দরবান- বান্দরবান সদর- মোহাম্মদ জাবেদ রেজা

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর