হত্যা মামলার চার্জশিট থেকে বাদ পড়েছে এরশাদের নাম

প্রায় ৪০ বছর আগে চট্টগ্রামে মেজর জেনারেল মঞ্জুর হত্যা মামলার সম্পূরক চার্জশিট থেকে বাদ পড়েছে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ ও মেজর জেনারেল (অব.) আব্দুল লতিফের নাম। জীবিত না থাকায় গত ১২ জানুয়ারি তাদেরকে অব্যহতি দিয়ে এই চার্জশিট আদালতে দাখিল করেছে সিআইডি পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির এসপি কুতুব উদ্দিন ঢাকার প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আলো চন্দনার আদালতে এই সম্পূরক চার্জশিটটি দাখিল করেন।

চার্জশিটে দুইজনকে বাদ দেওয়া হলেও অভিযুক্ত করা হয়েছে এছাড়া মেজর (অব.) কাজী এমদাদুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মোস্তফা কামাল উদ্দিন ভূইঞা ও লেফটেন্যান্ট কর্নেল (অব.) শামসুর রহমান শমসেরকে

শুক্রবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট আদালতের পেশকার নুর মোহাম্মদ খান জানান, গত ১২ জানুয়ারি এ চার্জশিট আদালতে দাখিল হয়। আগামি ২৫ জানুয়ারি এর উপর শুনানির দিন ধার্য করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর