ফ্রি মেডিসিন ব্যাংক উদ্বোধন করলেন কয়রার ইউএনও

“অন্যের দেওয়া টাকা কিংবা ওষুধে চিকিৎসা পাবে দুস্থ রোগীরা” ঠিক এমনই চিন্তা ধারা থেকে খুলনার কয়রা উপজেলার মধুর মোড়ের “নাসিম মেডিকেল হল” এ যাত্রা শুরু হলো ফ্রি মেডিসিন ব্যাংক।

শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস ওষুধ প্রদান করে এই মেডিসিন ব্যাংকের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কপোতাক্ষ ক্লিনিকের পরিচালক ডা: ইমদাদুল ইসলাম, নাসিম মেডিকেল হলের পরিচালক এস এম ইয়াহিয়া, হিউম্যানিটি ফার্স্টের আঞ্চলিক প্রতিনিধি মাহমুদুল হাসান বাদশাহ, স্বেচ্ছাসেবক বায়জিদ হোসেন, সাইফুল ইসলাম, আবুহেনা কামাল, রায়হান, হাবিবুর, এনামুল, আনাম প্রমুখ।

হিউম্যানিটি ফার্স্ট কয়রা পরিচালক প্রভাষক ইদ্রিস আলী বার্তা বাজারকে বলেন, ফার্মেসি থেকে ওষুধ কেনার সময় এখানে আপনি প্রয়োজনীয় কিছু ওষুধ রেখে যেতে পারেন। অথবা আপনার বাসায় পড়ে থাকা অব্যবহৃত ওষুধ এই মেডিসিন ব্যাংকে রাখতে পারেন। আপনি হয়তো ১ হাজার টাকার ওষুধ কিনছেন, অন্তত ১০ টাকা আমাদের ফ্রি মেডিসিন ব্যাংকে দিতে পারেন। আপনার রাখা ওষুধ অথবা টাকা দিয়ে ওষুধ কিনতে পারে না এমন ব্যক্তিদের ওষুধ কিনে দেওয়া হবে।

এবিষয়ে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস বার্তা বাজারকে বলেন, করোনাকালীন এসময়ে স্বেচ্ছাসেবী মানুষের মহতী এ উদ্যোগ অসহায় দুস্থ মানুষের চিকিৎসায় একটু হলেও অবদান রাখবে। জাতি-ধর্ম-বর্ণ- নির্বিশেষে সকলের সমন্বিত সাহায্যে সকলে এগিয়ে আসলে কয়রা উপজেলা হবে প্রধানমন্ত্রীর আলোকিত রোগমুক্ত উপজেলা।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর