সরকারের সাথে নিজের কোনো শত্রুতা নেই উল্লেখ করে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেছেন, নাস্তিকরাই সরকারকে আমার বিরুদ্ধে ভুল বোঝায়। আমি সত্য কথা বলে ফাঁসির মঞ্চে যেতেও প্রস্তুত আছি।
বুধবার (১৩ জানুয়ারি) রাতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারুল্লাহপাড়া জলদি দারুল কারীম মাদ্রাসার বার্ষিক মাহফিলের সমাপনী দিনে তিনি এই কথা বলেন। এর আগে তিনি ওই মাদ্রাসার মরহুম আলহাজ আবুল কাসেম (রহ.) এতিমখানার ভিত্তি প্রস্থর স্থাপন করেন।
মাদ্রাসায় ৩ দিনব্যাপী মাহফিলে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, মাওলানা রফিকুল ইসলাম মাদানী, মাওলানা মোশতাক আহমদ, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আলমগীর বিন কবির, মাওলানা কামরুজ্জামান আইয়ুবী, মাওলানা সালাহউদ্দিন মাসউদ, মাওলানা মাহমুদুর রশিদ, মাওলানা মাহমুদ মাদানী, মাওলানা খালেদুর রহমান প্রমুখ।
বার্তাবাজার/এসজে