১০ টাকার চাল খাচ্ছি ৭০ টাকা করে: নূর

১০ টাকার চাল এখন আমরা ৭০ টাকা করে খাচ্ছি, ৫ টাকার লবণ ৩২ টাকায় কিনতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি ও কোটা সংস্থার আন্দোলনের আলোচিত নেতা নুরুল হক নূর।

বৃহস্পতিবার নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

নূরদের ছাত্র অধিকার পরিষদের সহযোগী সংগঠন যুব অধিকার পরিষদ এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।

নুর বলেন, ভাওতাবাজির নামে দেশের রাজনৈতিকদলগুলো ৪৯ বছর ক্ষমতায় আছে। তারা বারবার জনগণের উপর চালিয়েছে নিপীড়ন। সেই পাকিস্তান আমলে অধিকার আদায়ে মানুষ যেমন রক্ত ঝরিয়েছে, এখনও তাই করছে।

বিক্ষোভে আরও বক্তব্য রাখেন, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর