লালমনিরহাটে বিমান বানাবো, কোনো চিন্তা নেই: প্রধানমন্ত্রী

উত্তরের জেলা লালমনিরহাটে বিমান বানানো হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এজন্য সবাইকে চিন্তামুক্ত থাকতেও তিনি আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে তিনি এই কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, লালমনিরহাটে এভিয়েশন ও এরোস্পেস ইউনিভার্সিটি হলে পুরো এলাকার চিত্র পাল্টে যাবে। আমরা নিজেরা গবেষণা করে বিমান তৈরী করতে পারবো। তখন বাইরের দেশ থকে আমাদের কাছ থেকে বিমান নেওয়া হবে।

তিনি আরও বলেন, লালমনিরহাট-কুড়িগ্রাম অঞ্চলটা অবহেলিত ছিল। যার জন্যেই আমরা ওই এলাকায় এরোস্পেস ইউনিভার্সিটি করছি। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে আরও অনেক প্রতিষ্ঠান গড়ে উঠবে।

এছাড়া কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হচ্ছে বলেও তিনি জানান।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর