ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশ দলের স্পন্সর বেক্সিমকো

প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে টাইগাররা।

এই সিরিজে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে বেক্সিমকো। বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেন, বেক্সিমকো আমাদের দেশের সেরা ব্র্যান্ডের একটি। সারাবিশ্বেই তাদের সুনাম রয়েছে। বাংলাদেশ ক্রিকেটের সমর্থনে তারা অনেকবার এগিয়ে এসেছে। জাতীয় দলের স্পন্সর হিসেবে বেক্সিমকোর নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত।

আগামী ২০ জানুয়ারি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এরপর ২২ জানুয়ারি দ্বিতীয় ও ২৫ জানুয়ারি তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুইদল।

এরপর ৩ ফেব্রুয়ারি দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে উইন্ডিজদের মুখোমুখি হবে টাইগাররা। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর