কুবি শিক্ষকদের হত্যার হুমকি; থানায় অভিযোগ প্রশাসনের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষকদের একই বিভাগের শিক্ষার্থী ও তার বাবার পরিচয় ব্যবহার করে লাগাতার ই-মেইলে হুমকি দেয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ অভিযোগ জমা দেন সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার।

ই-মেইলগুলোয় ঐ শিক্ষার্থীকে শিক্ষক বানানোর জন্য এবং সিজিপিএ চারে চার প্রদানের জন্য বিভাগটির শিক্ষকদের হুমকি দেওয়া হয় বলে জানান বিভাগটির শিক্ষকেরা। এমনকি উচ্চ শিক্ষার জন্য বিদেশে অবস্থানরত শিক্ষকদেরও এই ইমেইল করা হয়। বলা হয়, আমার মেয়েকে শিক্ষক না বানালে ফল খারাপ হবে। আমার ক্ষমতা অনেক দূর পর্যন্ত।

অভিযোগপত্রে বলা হয়, asmaafiacoupharma@gmail.com ও advsamadcumilla@gmail.com ই-মেইল থেকে ২০১৯ ও ২০২০ সালের বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিল। চলতি বছরের ২ ও ৯ জানুয়ারি আবারো বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ কৌশিক আহমেদের ই-মেইলে অরুচিকর ও অশোভনীয় শব্দ ব্যবহার করে এবং বিভাগের শিক্ষকদেরকে ই-মেইলের মাধ্যমে কে বা কারা হত্যার হুমকি দিয়ে আসছে। এবার হুমকি থেকে রেহাই পায়নি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রারও।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান ও অভিযোগপত্র দায়েরকারী মোহাম্মদ ছাদেক হোসেন মজুমদার বলেন, ‘বিভিন্ন সময়ে ইমেইলের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৃত্যু হুমকি দেয়া হচ্ছে, আমরা আগেও থানায় জিডি করেছি তবুও এটা বন্ধ হয়নি। এ পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজস্ট্রার স্যারকেও হুমকি দেয়া হচ্ছে। পরে রেজিস্ট্রার স্যারের মৌখিক আদেশে আমরা মামলা দায়ের করেছি।’

এসব হুমকি ধামকির ঘটনায় ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ কৌশিক আহমেদ বলেন, ‘দীর্ঘ দিন দুইটি মেইল আইডি থেকে আমি সহ বিভাগের সকল শিক্ষকদের হুমকি দিয়ে আসছে। পরিবারের সদস্যদের গুম করার হুমকি দিচ্ছে। এমন ঘটনায় আমরা দুশ্চিন্তা ও বিব্রতকর অবস্থায় রয়েছি।’

এ ব্যাপারে ঐ ছাত্রীর বাবা আব্দুস সামাদ বলেন, ‘আমি বা আমার মেয়ে কোন ক্রমেই এমন ঘটনার সাথে সম্পৃক্ত নই। আমিও এই ঘটনার সুষ্ঠ বিচার চাই।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘তারা আমাদের কাছে আবেদন করেছে মামলা করার জন্য। আমরা সাইবার নিরাপত্তা আইনে মামলা করার জন্য এজহার দাখিল করে এসেছি। গত পরশুদিন আমাদের একজন কর্মকর্তা জি এম দাখিল করে এসেছেন এবং তারা তদন্ত করে এটিকে আইনের আওতায় ফেলে মামলা হিসেবে নিবেন।’

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর