বাংলাদেশের রাজনীতিতে রহস্যমানব খ্যাত রাজনৈতিক তাত্বিক সিরাজুল আলম খান (দাদা) অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার (১৩ জানুয়ারি) তাকে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে তার ছোট ভাই ফেরদৌস আলম খান জানান, সন্ধ্যায় তিনি অসুস্থতা বোধ করেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, বর্তমানে সিরাজুল আলম খান সিসিইউতে চিকিৎসাধীন আছেন। দেশ বরেণ্য এই নেতার জন্য সবাই দোয়া করবেন।
উল্লেখ্য, দেশের স্বাধীনতা যুদ্ধ ও তৎকালীন রাজনীতিতে অন্যতম ভূমিকা রাখা এই নেতা এখন অনেকটাই অগোচরে থাকছেন। জনপ্রিয় এই ছাত্রনেতাকে অনেকে রাজনীতির পীর বলেও সম্ভোধণ করে থাকেন।
তিনি বাংলাদেশ গঠনের লক্ষ্যে ১৯৬২ সনে গোপন সংগঠন ‘নিউক্লিয়াস’ গঠন করেন। নিউক্লিয়াস ‘স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ’ নামেও পরিচিত। এছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ গঠন এবং ‘৭ নভেম্বর ১৯৭৫’ এর নেপথ্য পরিকল্পনাকারী ছিলেন।
বার্তাবাজার/এসজে