ঝিনাইদহের শৈলকূপায় নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছেন বল্টু হোসেন নামে এক ব্যক্তি। তিনি আসন্ন শৈলকূপা পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই।
উপজেলার ষষ্টিবর গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে বল্টু সপরিবারে কবিরপুরে বসবাস করেন। স্থানীয় নুরজাহান ক্লিনিকের মালিক ছিলেন তিনি।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ জানুয়ারি) রাতে কবিরপুর এলাকায় নিজের ভাইয়ের নির্বাচনী কার্যালয়ে বসে ছিলেন বল্টু। তখন পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবু গ্রুপের সমর্থক বাপ্পি ও তার সঙ্গীরা এসে বল্টুকে কুপিয়ে জখম করে।
তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে মৃত বলে ঘোষণা করেন।
আসন্ন নির্বাচনে শওকত হোসেন ও আলমগীর হোসেন বাবু উভয়েই কাউন্সিলর প্রার্থী হিসাবে মাঠে আছেন। তারা দুজনই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর সমর্থক।
এ বিষয়ে শৈলকূপা থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, বল্টু নামের এক ব্যক্তি মারা গেছেন খবর শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।
বার্তাবাজার/এসজে