ময়মনসিংহে বিট পুলিশিং এর পথসভা

ময়মনসিংহে পুলিশি সেবা মানুষের কাছে পৌঁছে দিতে বিট পুলিশিং এর পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে (১৩ জানুয়ারি) নগরীর কৃঞ্চচুড়া চত্ত্বরে এর আয়োজন করে ময়মনসিংহ জেলা পুলিশ। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার আহমার উজ্জামান।

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, থানা থেকে এতো বড় এড়িয়ার মধ্যে আইন শৃঙ্খলা বিষয়ে খোঁজ নেয়া দুরূহ হয়ে উঠে। সেজন্য থানাকে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এতে বিভিন্ন সমস্যা স্থানীয় ভাবেই সমাধান করা সম্ভব হচ্ছে। যার ফলে গ্রাম্য বিরোধের প্রবণতা দিনদিন হ্রাস পাচ্ছে।

বিট পুলিশিংয়ের সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন পুলিশ সুপার। এসময় পথসভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর