আজকের শেয়ারবাজার: লেনদেনের শীর্ষে রবি ও বেক্সিমকো

বুধবার (১৩ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৫৯টি কোম্পানির ৬১ কোটি ৫৬ লক্ষ ৮৬ হাজার ৯৬৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

ডিএসইতে বুধবার মোট লেনদেনের পরিমাণ ২১০৮ কোটি ৪৯ লক্ষ ৮২ হাজার ২৫৮ টাকা। ডিএসই ব্রড ইনডেক্স (উঝঊঢ) আগের কার্যদিবসের চেয়ে ৯১.০২ পয়েন্ট কমে ৫৭৭০.০১ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩৫.১০ পয়েন্ট কমে ২১৫৯.৮৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (উঝঊঝ) ২১.০৩ পয়েন্ট কমে ১৩০১.৬৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ২৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টি কোম্পানির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- রবি অজিয়াটা, বেক্সিমকো লিঃ, লংকাবাংলা ফাইন্যান্স, বেক্সিমকো ফার্মা, লাফার্জহোলসিম বাংলাদেশ, আইএফআইসি ব্যাংক লিঃ, সামিট পাওয়ার, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা ও বৃটিশ আমেরিকান
টোব্যাকো।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- এআইবিএল ফার্স্ট ইসলামিক মি. ফা., আলিফ ইন্ডাঃ, এশিয়া ইন্সুঃ, ইউনিলিভার কনজ্যুমার,
সিএপিএম আইবিবিএল মি. ফা., এমজেএল বিডি, সিএপিএম বিডিবিএল মি. ফা., রেকিট বেঙ্কাইজার, ওয়ালটন হাই-টেক ও এনভয় টেক্স।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- মেঘনা কন্ডেন্সড মিল্ক, বিআইএফসি, এমারেল্ড অয়েল, তাল্লু স্পিনিং, শাইনপুকুর সিরামিকস, ফ্যামিলি টেক্স, আইসিবি ইসলামি ব্যাংক, বে-লিজিং, গোল্ডেন সন ও এসএস স্টিল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৪৯০৩১৬২৭২৮০৩৫.৪৫

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর