কোহলি তুলে নিলেন ৫০তম ফিফটি

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে নয়া নজির গড়লেন ভারতের দলনেতা বিরাট কোহলি।রোববার (৯ জুন) কেনিংটন ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলি তুলে নেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ফিফটি।৫৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম ফিফটির দেখা পান।এখন আছেন সেঞ্চুরির দোরগোড়ায়।৭১ বল মোকাবেলা করে ৭৮ রান নিয়ে অপরাজিত আছেন ভারত ক্যাপ্টেন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।সিদ্ধান্তটা যে মোটেও ভুল ছিলো না তা প্রমাণ করে দিলেন সতীর্থরা।

জয়ের টার্গেটে মুখোমুখি বিশ্বকাপের অন্যতম দুই হট ফেবারিট অস্ট্রেলিয়া ও ভারত। দু’দলই এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত। ভারত অবশ্য খেলেছে একটি ম্যাচ। দক্ষিণ আফ্রিকাকে ছয় উইকেটে হারিয়ে ফেভারিটের মতোই বিশ্বকাপ শুরু করেছে ১৯৮৩ ও ২০১১ আসরের চ্যাম্পিয়নরা।

অন্যদিকে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের প্রথম দুই ম্যাচে হারিয়েছে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজকে। আসল পরীক্ষাটা আজ দিতে হবে অ্যারন ফিঞ্চের দলকে।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ভারত এগিয়ে থাকলেও বিশ্বকাপ মঞ্চে চিরকালের ফেবারিট অস্ট্রেলিয়া। একদিবসী ক্রিকেটে দু’দলের আগের ১৩৬ ম্যাচে ভারতের ৪৯ জয়ের বিপরীতে অস্ট্রেলিয়ার জয় ৭৭টি। বাকি ১০টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর