ইনজুরিতে মাঠের বাইরে ছিটকে গেলেন দিবালা

লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় মাঠের বাইরে ছিটকে গেছেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। ১৫-২০ দিনের জন্য তাকে মাঠের বাইরে থাকতে হবে।

গত রোববার নিজেদের মাঠে সাস্সুয়োলোর বিপক্ষে ৩-১ গোলে জয় পায় জুভেন্টাস। সেই ম্যাচের প্রথমার্ধে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন দিবালা। চোটের কারণে ইন্টার মিলানের বিপক্ষে ইতালিয়ান ডার্বিতে খেলা হচ্ছে না তার।

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস। তারা বলেছে, দিবালার চোট পর্যবেক্ষণ করা হয়েছে। তার হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। দিবালার ফিরতে ১৫ থেকে ২০ দিন লাগতে পারে।

কোপা ইতালিয়ায় আগামী বুধবার জুভেন্টাসের প্রতিপক্ষ স্বাগতিক জেনোয়া। এরপর রোববার ইন্টার মিলানের বিপক্ষে মাঠে নামবে তারা। আগামী ২০ জানুয়ারি ইতালিয়ান সুপার কাপে নাপোলির বিপক্ষে লড়বে জুভেন্টাস।

বার্তাবাজার/এস.জি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর