এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণ : ৮ ছাত্রলীগ নেতার বিচার শুরু

সিলেট এমসি কলেজে বহুল আলোচিত ছাত্রাবাসে স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে গণধর্ষণ মামলায় চার্জশিটভুক্ত ৮ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে এ মামলার বিচার কাজ শুরু করেছে।

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২ দফা অভিযোগ গঠনের তারিখ পেছানোর পর মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় বিচারক মো. মোহিতুল হক চৌধুরী অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেন।

সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ পিপি রাশিদা সাইদা খানম এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, এই ৮ আসামীর উপস্থিতিতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলার আসামী এই ৮ ছাত্রলীগ নেতাকে মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করে পুলিশ।

মামলার আসামী ৮ ছাত্রলীগ নেতা হলেন- এমসি কলেজের ছাত্র শাহ মাহবুবুর রহমান রনি, সাইফুর রহমান, অর্জুন লস্কর, তারেকুল ইসলাম তারেক, আইনুদ্দিন ওরফে আইনুল,রবিউল ইসলাম, মাহফুজুর রহমান মাসুম ও মিসবাউল ইসলাম রাজন মিয়া।

বার্তাবাজার/এ.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর