করোনাকালে বাংলাদেশিরা ইমোতে ৯৬০ কোটি ম্যাসেজ করেছে

মহামারি করোনাকালে সারাবিশ্ব স্থবির হয়ে গিয়েছিল। বাংলাদেশেও সাধারণ ছুটির কারণে অনেক মানুষ ছিলেন গৃহবন্দী। কিন্তু পরিচিতজনদের সাথে যোগাযোগ থেমে থাকেনি। ইন্সট্যান্ট ম্যাসেজিং অ্যাপ ইমোতে এই সময় বাংলাদেশিরা ৯৬০ কোটি ম্যাসেজ আদান প্রদান করেছেন।

রোববার আগের বছর (২০২০) নিয়ে পর্যালোচনা করে এই তথ্য প্রকাশ করেছে ইমো কর্তৃপক্ষ।

তাদের দেওয়া তথ্যমতে জানা যায়, বিগত বছরে বাংলাদেশিরা ৯৬০ কোটি ম্যাসেজের পাশাপাশি অডিও এবং ভিডিও কল করেছেন ২৬০ কোটি বার। ২০১৯ সালের তুলনায় ম্যাসেজ বৃদ্ধি পেয়েছে ৮.২ শতাংশ। আর কল বৃদ্ধি পেয়েছে ৭.৮ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালে প্রত্যেক বাংলাদেশি গড়ে ৭৫৩ বার ম্যাসেজ বা কল করেছেন ইমোর মাধ্যমে। এদের মাঝে মোট ম্যাসেজের ৩১ শতাংশ করা হয়েছে বিশ্বের অন্যান্য দেশে। আর কলের ৫৮ শতাংশ অর্থাৎ ১৫০ কোটি কল করা হয়েছে অন্য দেশে।

সবচেয়ে বেশি যেসব দেশের সাথে যোগাযোগ করা হয়েছে তা হল- সৌদি আরব, ওমান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর