ভারত বধের সহজ পথ দেখিয়ে দিলেন রিকি পন্টিং

বিশ্বমঞ্চে সফল হতে করনীয় কী? এমন একটা বিষয় নিয়ে যদি কোনো ক্রিকেটার বই লিখেন তাহলে সেই লেখকটা হতে পারেন অস্টেলিয়ার রিকি পন্টিং। কারনটা কি বলার প্রয়োজন?

অজি এই কিংবদন্তি একবার নয়, দুইবার নয়, বিশ্বকাপটা ছুঁয়েছেন তিনবার। দুবার তো অধিনায়কই ছিলেন। বিশ্বকাপে কীভাবে সফল হতে হবে তা পন্টিংয়ের চেয়ে ভালো আর কে বলতে পারবেন?তাই শিরোপা জেতার বইখানা তার ছেয়ে আর বেশি ভালো লিখবেন কে? আজ ভারত-অস্ট্রেলিয়ার লড়াইয়ে ভারতের বিপক্ষে জিততে হলে কি করতে হবে, জানিয়েছেন অস্ট্রেলিয়ার এই সাবেক অধিনায়ক।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোল্টার-নাইলের ব্যাটে চড়ে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়ানরা। প্রথমে প্রবল পরাক্রমে ম্যাচ শুরু করলেও পরে ছন্দ ধরে রাখতে পারেনি উইন্ডিজ। ক্যারিবীয়দের সেই মানসিক দুর্বলতাকে কাজে লাগিয়ে ম্যাচ জিতেই ফিরেছে অস্ট্রেলিয়া। তবে আজ ভারতের বিপক্ষে লড়াইটা এতটা সহজ হবে না অস্ট্রেলিয়ার জন্য। ব্যাপারটা অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংও মানছেন। তাই অস্ট্রেলিয়াকে জিততে হলে কি করতে হবে সে উপায় বলেছেন সাবেক এই অধিনায়ক।

ভারতের যশপ্রীত বুমরার বাউন্সার সামলানোই বড় চ্যালেঞ্জ অস্ট্রেলীয় ব্যাটসম্যানদের। বুমরাকে সামলানোর জন্য ব্যাটসম্যানদের অনেক বেশি কৌশলী হতে হবে বলে মানছেন পন্টিং, ‘ব্যাটসম্যানরা কীভাবে বাউন্সার সামলাবে এটার থেকেও আমি বেশি চিন্তা করছি বুমরার বাউন্সার সামলাতে কী কৌশল নেবে তারা?’

এ বছরের জানুয়ারিতেই নিজেদের মাটিতেই ভারতের কাছে সিরিজ হেরেছে অস্ট্রেলিয়া। সেখানেও বুমরাই ভুগিয়েছেন ফিঞ্চদের, ‘আমরা সবাই জানি নতুন বলে বুমরাহ খুবই কার্যকরী বোলার। আমি নিশ্চিত সে সব ধরনের বল করার চেষ্টা করবে। শর্ট বল, ফুল লেংথ, সবই।’

ভারতীয় আরেক পেসার ভুবনেশ্বর কুমার। তবে ভারতীয় এই বোলারকে নিয়ে চিন্তা করার তেমন কারণ নেই বলে জানিয়েছেন পন্টিং ‘ভুবনেশ্বরের পেস আর বাউন্স নিয়ে এত চিন্তার কিছু নেই। হার্দিক পান্ডিয়া একটু চিন্তায় ফেলতে পারে । তাই সবকিছু চিন্তা করেই মাঠে নামতে হবে আজকে।’

গত ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাটিং চোখে শান্তি দেয়নি অস্ট্রেলিয়ান ভক্তদের। এসেই ভুতুড়ে এক শটে সাজঘরে ফিরেছেন এই অলরাউন্ডার। পন্টিং এরও নজরে এসেছে ব্যাপারটি, ‘গত ম্যাচে ও যেভাবে আউট হলো তা ওর ব্যাটিং এর সঙ্গে যায় না। ও সাধারণত হুক শট বা পুল শট খেলে না। আমার মনে হয় গত ম্যাচ থেকে সে শিক্ষা নিবে। আশা করছি খুব শিগগিরই আবার ফর্ম ফিরে পাবে সে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর