বিশ্বরেকর্ড গড়তে পারবে বাংলাদেশ?

ইংল্যান্ড-বাংলাদেশের এই ম্যাচের দিকে তাকিয়ে ছিল ক্রিকেট বিশ্ব। বাংলাদেশ যেভাবে দিনকে দিন অদম্য হয়ে উঠছে তাতে করে বিশ্বকাপে তৃতীয়বারের মতো ইংল্যান্ড বধ কাব্য রচনা হবে কিনা সেটা জানতে এই ম্যাচে চোখ রেখেছিলেন সবাই। তবে ব্যাটিং ইনিংস শেষে আপাতত এগিয়ে ইংল্যান্ড। টস হেরে ৫০ ওভারে ৩৮৬ রান তুলে নিয়েছে দলটি। জানা কথা, বিশ্বকাপে এতো বেশি রান করে জয়ের রেকর্ড নেই কারো। আজ টাইগাররা জিতলে সেটা হবে বিশ্বরেকর্ড।

২০১১ সালের বিশ্বকাপে কেভিন ও’ব্রায়েনের অতিমানবীয় সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়েছিল আয়ারল্যান্ড। সেদিন ইংলিশদের করার ৩২৭ রান তাড়া করে আইরিশরা। এখন পর্যন্ত বিশ্বকাপে এর চেয়ে বেশি রান করে জয়ের রেকর্ড নেই। তালিকার দ্বিতীয় নামটি বাংলাদেশের। গত বিশ্বকাপে স্কটল্যান্ডের করা ৩১৮ রান তাড়া করেছিল মাশরাফির দল।

আজ যদি ইংলিশদের দেয়া ৩৮৬ রান চেজ করতে পারে বাংলাদেশ, তাহলে বিশ্বরেকর্ড গড়বে টাইগাররা।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর