শুরুতে ইংল্যান্ডকে হারিয়ে দিল বাংলাদেশ

বিশ্বকাপের আয়োজক দেশ ইংল্যান্ডের বিপক্ষে শনিবার (৮ জুন) মাঠে নামছে বাংলাদেশ।মাশরাফিদের খেলাটি শুরু হবে কার্ডিফের সোফিয়া গার্ডেনে বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায়।তার আগে দুই দলের মধ্যে মুদ্রা নিক্ষেপের লড়াই হয়।আর সেখানে জয় পেয়েছে মাশরাফি। টস ভাগ্যে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক।

কার্ডিফে স্বাগতিকদের তুলনায় এগিয়ে বাংলাদেশ।এর আগে ব্রিটিশদের বিপক্ষে দুইবার দেখা হয় টাইগারদের।সেই দুই দেখায় জয় পেয়েছে বাংলাদেশ।তাই আজ হ্যাটট্রিক বিজয়ের লক্ষ্যে মাঠে নামছে মাশরাফি-তামিমরা। আজ বাংলাদেশের স্বোয়াডে কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা। অন্যদিকে এক পরিবর্তন নিয়ে নেমেছে ইংল্যান্ড।মঈন আলীর পরিবর্তে লিয়াম প্লানকেটকে নিয়ে নেমেছে মরগান।

বাংলাদেশের একাদশঃ
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের একাদশঃ জেসন রায়, জনি বায়ারস্টো, জো রুট, ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, জস বাটলার, ক্রিস ওকস , জোফরা আর্চার, আদিল রশিদ, লিয়াম প্লানকেট, মার্ক উড।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর